জাপানে রোবোকাপ ২০১৭’তে আমিরকবির বিশ্ববিদ্যালয় তৃতীয়
পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৭

ইরানের আমিরকবির বিশ্ববিদ্যালয় জাপানে এবছর রোবোকাপ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। জাপানের নাগোয়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৭ থেকে ৩০ জুলাই। ইরান থেকে এউটিম্যান নামে একটি টিম প্রতিযোগিতায় জার্মানির সাথে হ্যামনোড টিন সাইজ লিগে তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় চীন, ভারত, তাইওয়ান, জাপান ও জার্মানি অংশ নেয়। ইরানের এইউটিম্যান টিমে নেতৃত্ব দেন সোরুশ সাদেকনেজাদ। তার দল মানুষের মত রোবটের মডেল তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেয়। আমিরকবির বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রতিযোগিরা এ রোবটটি তৈরি করে। সূত: তেহরান টাইমস।