জাপানে দেখানো হবে ছয় ইরানি ছবি
পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২০

জাপানের ফুজিসাওয়া শহরে অনুষ্ঠিতব্য ইরানি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানের প্রসিদ্ধ ছয়টি ছবি। দুদিনব্যাপী উৎসবে বিখ্যাত ইরানি ছবি ‘দ্যা পেইন্টিং পুল’ ও ‘সো ক্লোজ, সো ফার’ সহ মোট ছয়টি ইরানি ছবি দেখানো হবে।
জাপানে প্রথমবারের মতো প্রাদেশিক ইরানি চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এই ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। টোকিওতে অবস্থিত ইরানি দূতাবাসের আয়োজনে উৎসবে সহযোগিতা করবে জাপানের কানাগাওয়া এলাকার ফুজিসাওয়া পৌরসভা।
শনিবার ও রোববার ছবিগুলো দেখানো হবে। চলচ্চিত্র প্রদর্শনের তালিকায় রয়েছে মজিয়ার মিরির ‘দ্যা পেইন্টিং পুল’, রেজা মিরকারিমির ‘সো ক্লোজ, সো ফার’ এবং কামাল তাবরিজির ‘সুইট টেস্ট অব ইমাজিনেশন’।
এছাড়া দুদিনব্যাপী উৎসবে আরও দেখানো হবে আবোলহাসান দাভুদির ‘ক্রেজি রুক’, ইব্রাহিম হাতামিকিয়ার ‘বডিগার্ড’ ও মোহাম্মা্দ ঘানেফারদের ‘দ্যা লাস্ট সুপার’। সব চলচ্চিত্র জাপানি উপশিরোনামে উপস্থাপিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।