বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জাপানে দুই ইরানি কিকবক্সিং তারকার আকর্ষণীয় লড়াই

পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০২১ 

news-image

জাপানের আয়োজনে একটি সংবেদনশীল এবং দর্শনীয় ম্যাচে লড়তে যাচ্ছে দুই ইরানি কিকবক্সিং তারকা। বিখ্যাত ইরানি এই দুই কিকবক্সার হলেন মোহাম্মাদ সাত্তারি ও সিনা কারিমিয়ান। নতুন বছরের শুরুতে আকর্ষণীয় এই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করছে জাপানের কে-১ এর কর্মকর্তারা।

এই দুই অ্যাথলেটের রেকর্ডের পরীক্ষাতে দেখা গেছে, তাদের দুজনেই তাদের ওজন-শ্রেণিতে কয়েকটি শিরোপা জিতেছেন, যা এই লড়াইয়ের সংবেদনশীলতাকে দ্বিগুণ করেছে।

ইরানের তরুণ শিরোপা জয়ী যোদ্ধা সাত্তারি সম্প্রতি অসংখ্য নকআউটসহ কে-১ ক্রাশ ক্রস-ওয়েট শিরোপা জিততে সক্ষম হন। অন্যদিকে, কারিমিয়ান কে-১ গ্র্যান্ড প্রিক্স ক্রস-ওয়েট শিরোপা জিতেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।