জাপানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শীর্ষ পুরস্কার জিতলো ইরানি শিশু
পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২২

জাপানে শিশুদের কাও আন্তর্জাতিক পরিবেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘প্ল্যানেট আর্থ গ্র্যান্ড প্রিক্স’ জিতেছে সাত বছর বয়সী ইরানি মেয়ে সেলেন আরামি। প্রতিযোগিতার এবারের ১২তম পর্বে ইরানি শিশু এই শীর্ষ পুরস্কার ঘরে তোলে।
টোকিওতে অবস্থিত রাসায়নিক ও প্রসাধনী সংস্থা কাও কর্পোরেশন প্রতি বছর চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি আয়োজন করে। আয়োজকদের আশা, প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বের শিশুরা তাদের চারপাশের পরিবেশ ও পৃথিবী এবং এর ভবিষ্যত সংরক্ষণের বিষয়ে তাদের আন্তরিক বিবেচনার ভিত্তিতে চিত্রকর্ম এবং চিন্তাভাবনা প্রকাশ করতে পারবে, যা বিশ্ব জুড়ে মানুষকে অনুপ্রাণিত করবে এবং জীবনধারা পরিবর্তনের জন্য পদক্ষেপ নিতে তাগাদা দেবে। “মানুষ এবং প্রাণী এবং প্রকৃতির মধ্যে বন্ধুত্ব” শিরোনামের আরামির আঁকা চিত্রটিতে দেখানো হয়েছে, লোকেরা একসাথে আহত জিরাফের দেখাশোনা করছে। জুরি বোর্ড ২৬ মার্চ প্রকাশিত তাদের বিবৃতিতে এই তথ্য জানায়। সূত্র: তেহরান টাইমস।