শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জানুয়ারিতে ইরান-মার্কিন বাণিজ্য বেড়েছে ২৪০ শতাংশ

পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২৪ 

news-image

২০২৪ সালের জানুয়ারিতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিনিময় ২৪০ শতাংশ বেড়েছে। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ২০২৩ সালে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দশমিক ১ মিলিয়ন ডলারের বাণিজ্য বিনিময় হয় বলে জানা যায়। এই সংখ্যাটি ২০২৪ সালের জানুয়ারিতে ১০ দশমিক ৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে তিনগুণেরও বেশি বাণিজ্যে বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ইরানে ৭ দশমিক ২ মিলিয়ন ডলারের অধিক পণ্য রপ্তানি করে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩০ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরানে ৩ দশমিক ১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।

ইরান থেকে মার্কিন পণ্য আমদানি ২০২৪ সালের জানুয়ারিতে ৩ দশমিক ৪ মিলিয়নে পৌঁছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০০ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস