জাতীয় ফারসি কবিতা ও সাহিত্য দিবস পালিত হল তাবরিজে
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১

ইরানের তাবরিজে পালিত হলো জাতীয় ফারসি কবিতা ও সাহিত্য দিবস।এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় তাবরিজের মাকবারাত উশ-শোয়ারাতে উপস্থিত হয়েছিল ইরানি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি দল। এখানেই ইরানের বিখ্যাত কবি মোহাম্মাদ-হোসেইন বেহজাত তাবরিজিকে সমাহিত করা হয়েছে। প্রতিবছর ইরানের কবি ও সাহিত্যিকরা এখানে মিলিত হন সাহিত্য উৎসবে। ইরানিদের মনে কবি মোহাম্মাদ-হোসেইন বেহজাতের কবিতা ভীষণ দাগ কেটে আছে। এবারের আয়োজনে অ্যাকাডেমি অব পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ডিরেক্টর গোলাম আলী হাদ্দাদ-আদেল বলেন, তাবরিজের মতো এই শহরের মাটিতে রয়েছে অনেক বড় বড় কবির সমাধি যা মাটির নিচে অনেক রত্ন ছড়িয়ে ছিটিয়ে রাখার মতো। এটি আজারবাইজানের মহিমা এবং সত্যকে উপস্থাপন করে। তিনি বলেন, কবি মোহাম্মাদ-হোসেইন বেহজাত শুধু সাদি ও হাফিজের কবিতা ভালবাসতেন না বরং মোহাম্মাদ-তাকি বাহার ও নিমার কবিতার ওপর অনেক কাজ করে গেছেন। কেউ যদি ফারসি ও আজারবাইজানি ভাষার ওপর আমাদের নীতি জানতে চান তাহলে তাকে বলব কবি মোহাম্মাদ-হোসেইন বেহজাত হচ্ছেন আমাদের রোল মডেল।