রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জাতীয় গ্যাস নেটওয়ার্কের আওতায় ইরানের ৯৫ ভাগ মানুষ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ 

news-image

ইরানের তেল মন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ জানিয়েছেন, বর্তমানে দেশটির ৯৫ ভাগের অধিক মানুষ জাতীয় গ্যাস নেটওয়ার্ক থেকে গ্যাস সুবিধা উপভোগ করে। প্রেসিডেন্ট হাসান রুহানিকে দেয়া এক প্রতিবেদনে তিনি এই তথ্য তুলে ধরেন।

বার্তা সংস্থা শানা’য় প্রকাশিত ওই প্রতিবেদনে ইরানের ১১ ও ১২তম সরকারের সময় সংঘটিত দেশটির গ্যাস শিল্পের উন্নয়ন সম্পর্কে তথ্য উল্লেখ করা হয়। জাঙ্গানেহ জানান, ইরানের বৃহত্তম সাউথ ফারস গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন আড়াই গুণ বেড়েছে। ১১তম সরকার দায়িত্বভার গ্রহণের পর ইরানি ১৩৯২ সাল থেকে গ্যাস উৎপাদনে এই প্রবৃদ্ধি হয়েছে।

তেল মন্ত্রী বলেন, উল্লিখিত সময়ে পল্লি অঞ্চলে জাতীয় গ্যাস নেটওয়ার্ক থেকে গ্যাস সরবরাহ বেড়েছে দ্বিগুণ। বর্তমানে পল্লিতে গ্যাস নেটওয়ার্কের আওতায় রয়েছে ৮৬ শতাংশ মানুষ। সূত্র: তেহরান টাইমস।