বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জাতীয় ঐতিহ্যের মর্যাদায় তেহরানের গ্যাস স্টেশন

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৭ 

news-image

তেহরানের নিম্নাঞ্চলের অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী একটি গ্যাস স্টেশন সম্প্রতি ইরানের জাতীয় ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে নিবন্ধিত জাতীয় ঐতিহ্যবাহী বা হেরিটেজ সাইটের সংখ্যা ৩১ হাজার ৭১০’এ দাঁড়ালো। বুধবার সংবাদ সংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে।

জাতীয় ঐতিহ্যের মর্যাদা পাওয়া তেহরানের গ্যাস স্টেশনটির নাম্বার ২৩৪, আগে এটির নাম্বার ছিল ৪। ইরানের প্রাচীনতম আবাদান গ্যাস স্টেশনের পর দ্বিতীয় প্রাচীন ফিলিং স্টেশন এটি। ইরানের পেট্রোলিয়াম যাদুঘর এবং ডকুমেন্টসের পরিচালক আকবার নেমাতোল্লাহি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এমন ধরনের প্রাচীন স্টেশন অনন্য স্থাপত্য নিদর্শন সম্বলিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের পরিক্রমায় এর অধিকাংশ স্টেশনই ধ্বংস হয়ে গিয়েছে বা অন্য কোন কাজে ব্যবহৃত হচ্ছে।

৪ নম্বর এই গ্যাস স্টেশনটি বিংশ শতাব্দীতে রেযা শাহ পাহলবির আমলে (১৯২৫-১৯৪১) নির্মাণ করা হয়। এটি নির্মাণ করে অ্যাংলো-ইরানিয়ান ওয়েল কোম্পানি।

ইরানের সবচেয়ে প্রাচীন গ্যাস স্টেশন আবাদান খুজেস্তান প্রদেশে অবস্থিত। এটিও চলতি মাসের শুরুর দিকে জাতীয় ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।