জাতীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে আরও তৎপর হচ্ছে ইরান সরকার
পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০১৭

ইরানে ফার্সি নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জাতীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে আলোচনা কর হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির দিকনির্দেশনার আলোকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সর্বোচ্চ নেতার কাছে লেখা এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রতিরোধমূলক অর্থনীতির কারণে এরইমধ্যে দেশীয় উৎপাদন বৃদ্ধিসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তেলবহির্ভূত পণ্যের রপ্তানি বেড়েছে এবং নজিরবিহীনভাবে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে এখনও যেসব সমস্যা ও দুর্বলতা রয়েছে সেগুলো চলতি ফার্সি বছরে সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা অনুযায়ী কেটে যাবে বলে তিনি জানান।
ইরানের সর্বোচ্চ নেতা ফার্সি নববর্ষের বাণীতে নতুন বছরকে “প্রতিরোধমূলক অর্থনীতি: উৎপাদন ও কর্মসংস্থান’-এর বছর হিসেবে নামকরণ করেছেন। তিনি উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। দেশে পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশি পণ্য আমদানি হ্রাস করতে বলেছেন। সূত্র: পার্সটুডে।