জাইনাবের স্মরণে ইরানে নারীদের সাইক্লিং
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০১৭

গত জুলাইতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান জাইনাব সাসানিয়ান। ১৯ বছরের ওই তরুণী ইরানের জাতীয় সাইক্লিং দলের সদস্য ছিলেন। তারই স্মরণে আজাদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল নারীদের সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। তিনদিনের এ প্রতিযোগিতায় অংশ নেন পশ্চিম তেহরানের একদল নারী। – প্রেসটিভি।