জর্ডানে সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ইরানের ‘হাবুব’
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/01/৪৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫.jpg)
জর্ডানে অনুষ্ঠিত কারামা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাবুব’। উৎসবের এবারের ১১তম আসরে নির্মাতা মাহসা সামানি পরিচালিত ছবিটি সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন অ্যাওয়ার্ড লাভ করে। আয়োজকরা বৃহস্পতিবার এই ঘোষণা দেন।
‘হাবুব’ এ এক বাবা ও তার মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। যারা প্রকৃতির সাথে সম্প্রীতি এবং শান্তি সহকারে বসবাস করতে অভ্যস্ত। কিন্তু কিছু বাধা-বিঘ্ন এসে তাদের ছোট্ট সুন্দর এই জীবনের পরিবর্তন ঘটায়।
কারামা চলচ্চিত্র উৎসব জর্ডানের আম্মানে ২৭ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।