মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জর্ডানের কারামা উৎসবে সেরা শর্ট ফিল্ম `রিটার্ন’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৮ 

news-image

জর্ডানে সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রিটার্ন’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা শাহরিয়ার পুরসেইয়েদিয়ান। জর্ডানের ৯ম কারামা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি এই পুরস্কর লাভ করে। স্বল্পদৈর্ঘ্যটিতে রহিম নামে এক ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে। যিনি ২৩ বছর কারাভোগ শেষে ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গ্রামের বাড়িতে ফিরে আসেন।

শাহরিয়ারের ‘রিটার্ন’ ৯ম কারামা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্ম হিসেবে ‘কারামা ফেদার অ্যাওয়ার্ড’ লাভ করে। জর্ডানের আম্মানে উৎসব ৫ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ১০ ডিসেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।