মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জর্জ বার্কার প্রদর্শনীতে ইরানি ফটোগ্রাফারের শীর্ষ পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২২ 

news-image
কানাডায় জর্জ বার্কার ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব ফটোগ্রাফির প্রথম পর্বে সেরা লেখকের পুরস্কার হিসেবে ‘এফআইএপি লাইট ব্লু ব্যাজ’ জিতলেন ইরানি ফটোগ্রাফার মেহেদি জাবোল আব্বাসি।
কানাডা থেকে তারকনাথ দে, আয়ারল্যান্ডের আলেকসান্ডার সাসিক এবং সার্বিয়ার জোর্দজে ভুকিসেভিকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড জাবোলা আব্বাসির ‘গুলবাহার’কে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন। আয়োজকরা শনিবার এই ঘোষণা দেন।
আব্বাসির তোলা ছবিটিতে দেখা যাচ্ছে. বোরকা পরা একজন আফগান নারী রঙিন দালানকোঠার একটি গলির মধ্য দিয়ে যাচ্ছেন। আলোকচিত্রটি ওপেন কালার (পিআইডিসি) বিভাগে এফআইএপি স্বর্ণপদক জিতেছে৷
 সূত্র: তেহরান টাইমস।