সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জর্জিয়ান ও ভারতীয় উৎসব যাচ্ছে দুই ইরানি ছবি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২১ 

news-image

‘মিস রোনালদো’ ও ‘কালার অ্যান্ড অ্যাগোনি’ নামে দুটি ইরানি তথ্যচিত্র জর্জিয়া ও ভারতে অনুষ্ঠিতব্য দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে৷কিউমারস মোহাম্মদ চেনারি পরিচালিত ইরানি তথ্যচিত্র ‘মিস রোনালদো’ ও ‘কালার অ্যান্ড অ্যাগনি’ জর্জিয়ার দ্বিতীয় তিবিলিসি স্বল্পদৈর্ঘ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “ডায়োজেনেস ২০২১” এ দেখানো হয়েছে।জর্জিয়ান উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘মিস রোনালদো’ দেখানোর জন্য গ্রহণ করা হয়েছে এবং ‘কালার অ্যান্ড অ্যাগনি’ উৎসবে একটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।এছাড়া ভারতের সিনেস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ‘কালার অ্যান্ড অ্যাগনি’। সূত্র: মেহর নিউজ এজেন্সি।