রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জরুরি ভিত্তিতে লেবাননে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০২০ 

news-image

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কারিম হেম্মাতি বলেছেন, প্রথম পর্যায়ে দুই হাজার প্যাকেট খাবারের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। খাবারের প্যাকেটগুলোর ওজন হচ্ছে নয় টন।

তিনি আরও জানিয়েছেন, ইরান বৈরুতে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল প্রতিষ্ঠা করবে এবং ২২ সদস্যের একটি চিকিৎসক দল পাঠাবে। আজ বিকেলেই ২২ সদস্যের চিকিৎসক দল বিমানযোগে বৈরুত পৌঁছাবে। চিকিৎসক দলে বিশেষজ্ঞদের রাখা হয়েছে। তারা অপারেশনেও সহযোগিতা করতে পারবেন।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কারিম হেম্মাতি লেবাননের রেড ক্রসের প্রধান জর্জ কাতানেহ’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। লেবাননের ওই কর্মকর্তা জানিয়েছেন, তারা ইরানের মানবিক সহযোগিতাকে স্বাগত জানাবে। এই মুহূর্তে তাদের এ ধরণের সহযোগিতার খুব প্রয়োজন।

গতরাতে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বড় ধরণের বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত ও চার হাজারের বেশি আহত হয়েছেন।পার্সটুডে/