ছয় মাসে ইরানে ৭৮৩টি ন্যানোপণ্য তৈরি
পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২১

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর) ইরানে মোট ৭৮৩টি ন্যানো পণ্য ও সরঞ্জাম তৈরি হয়েছে এবং এসব পণ্য ন্যানোস্কেল সার্টিফিকেটও লাভ করেছে। ইরানের ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিল থেকে এই তথ্য জানা গেছে।
ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিলের অন্যতম লক্ষ্যমাত্রা হচ্ছে ন্যানো টেকনোলজির সাহায্যে সমাজের কল্যাণ ও সম্পদ বাড়ানো। আর এই উন্নতি ঘটছে নতুন নতুন পণ্য তৈরি ও আগের পণ্যগুলোর মান বিকাশের মধ্য দিয়ে।
গ্রীষ্মকাল শেষে ইরানে মোট ৭৮৩টি ন্যানো পণ্য ও সরঞ্জাম যাত্রা শুরু করেছে এবং এগুলোর জন্য ন্যানোস্কেল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর আগে গত বছর (মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১) দেশটিতে মোট ৭৫০টি ন্যানো পণ্য ও সরঞ্জাম তৈরি হয়।
৭৮৩টি পণ্যের মধ্যে ৫৬৬টি ন্যানো পণ্য সংশ্লিষ্ট ও ২১৭টি ন্যানো সরঞ্জাম সংশ্লিষ্ট। উভয় ধরনের পণ্য ও সরঞ্জামের গত বছর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সূত্র: তেহরান টাইমস।