চেহারা দেখে ব্যাংকিং
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/02/06-SA-Face_Banking-brief.png)
ইরানের শাহর ইনোভেশন এন্ড ডেভলপমেন্ট কোম্পানির অধিভুক্ত ‘বংকে শাহর’ বা ‘সিটি ব্যাংক’ ফেস ব্যাংকিং বা চেহারা দেখে ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। এ ব্যাংকিং কার্যক্রমে গ্রাহকরা আঙ্গুলের ছাপ ছাড়াও মুখমণ্ডলের ছবি দেখে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দিয়ে ব্যাংকিং সেবা পাবে। ইরানের বার্তা সংস্থা মেহার এ খবর জানিয়েছে।
এধরনের ব্যাংক সেবা প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষ করে ভূমিকম্প, বন্যা বা ভূমিধসের সময় যখন কেউ তাদের ব্যাংক কার্ড বা প্রয়োজনীয় পরিচয় পত্র, চেক, এটিএম কার্ড বা অন্যান্য কাগজ পত্র আনা সম্ভব হয় না তখন চেহারা পদ্ধতি ব্যবহার করে গ্রাহকরা যাতে ব্যাংকিং সেবা পেতে পারেন সেজন্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এ পদ্ধতিতে কাগজপত্রবিহীন ব্যাংকিং কার্যক্রমের সুযোগ পাবে যা তাকে অধিকতর সুযোগ নাগালে এনে দেবে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন