বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চেবোকসারি ফিল্মফেস্টে সেরা চিত্রনাট্য ইরানের ‘পাঞ্চ ড্রাঙ্ক’

পোস্ট হয়েছে: জুন ৬, ২০২৩ 

news-image

ইরানের ট্র্যাজিকমেডি ‘পাঞ্চ ড্রাঙ্ক’ রাশিয়ার ১৬তম চেবোকসারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে।আরসালান আমিরিকে সাথে নিয়ে চিত্রনাট্যটি লিখেছেন
পরিচালক আদেল তাবরিজি।

পুরস্কার গ্রহণের পর তাবরিজি এটি উৎসর্গ করেন প্রবীণ ইরানী অভিনেতা ফেরদৌস কাভিয়ানিকে। তিনি পারকিনসন রোগে ভুগছেন।

১৯৯৬ সালে তেহরানের একটি ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। গল্পের প্রধান চরিত্র মাহতাব ১০ বছর বয়সী সন্তান এরফানের সাথে থাকে। জেলে থাকা স্বামী মোর্তেজার সাথে তার ডিভোর্স হয়েছে। মাহতাব তার সন্তানকে একটি কারাতে ক্লাসে ভর্তি করে, যাতে তার চরিত্রের ক্ষেত্রে সে তার বাবার মতো শেষ না হয়। এরফানের একমাত্র আগ্রহ সিনেমা নিয়ে। খেলাধুলা নিয়ে তেমন ভাবে না।

কঠোর কারাতে প্রশিক্ষক হাসান খোশনুদ এরফানকে একদিন অনুশীলনের মাঝখানে কারাতে একাডেমি থেকে পালিয়ে যেতে বাধ্য করে।

জাতিগত ও আঞ্চলিক সিনেমার জন্য নিবেদিত চেবোকসারি উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার।

ফিচার ফিল্ম প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রিক্স জিতেছে নরওয়েজিয়ান পরিচালক হলভার উইটজোর ‘এভরিবডি হেটস জোহান’। সূত্র: তেহরান টাইমস।