মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চেন্নাই ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত ২ ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০১৬ 

news-image
চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ইরানের মাজার শরীফ’ ও রাননাসের নীরবতা ’ পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক মাহতাব কেরামতি ও সেরা অভিনেতা হিসেবে হাসান বারজিদেহকে এ উৎসবে পুরস্কৃত করা হয়। এছাড়া ইরানের সাবা মাহদাভি সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কার পান।
ইরানের মাজার শরীফ’ সিনেমাটি তালেবান সন্ত্রাসীদের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছেযেখানে তালেবান সন্ত্রাসীরা এক ইরানি কূটনীতিককে হত্যা করে। রাননাসের নীরবতা’ সিনেমায় সাত বছরের একটি মেয়ে যার একটি মুরগি এক বৃষ্টির দিনে শিয়াল ধরে নিয়ে যায়এমন কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে।
 
চেন্নাই ইন্টারন্যাশনাল ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। সূত্র: মেহের নিউজ