চেঙঝু উৎসবে দেখানো হবে ইরানের ‘মোস্তফা’
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/07/3835437.jpg)
ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোস্তফা’ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৮তম চেঙঝু আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশ নেবে।
আলিরেজা তেইমুরি পরিচালিত ও পেইমান শাহমোহাম্মাদি প্রযোজিত ছবিটি এক আফগান নাগরিকের কাহিনি নিয়ে নির্মাণ করা হয়েছে। সে সপরিবারে ইরানে বসবাস করে। তাদের পরিবারের কোনো পরিচয় পত্র না থাকায় সমস্যায় পড়তে হয়।
সাউথ রিজিওনাল ফিল্ম অরগানাইজেশন ও সুইডিশ ইন্সটিটিউট ফিল্ম এর সহায়তায় ‘মোস্তফা’ ছবিটি প্রযোজনা করা হয়েছে। ছবিটি এরআগে ভারতের আন্তর্জাতিক কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।