শনিবার, ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চেক রিপাবলিকের চলচ্চিত্র উৎসবে ইরানের চলচ্চিত্র ‘স্টারস’

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২১ 

news-image

চেক রিপাবলিকের জ্লিনে শিশু ও তরুণদের জন্যে ৬১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অংশ নিচ্ছে সারা নামজু পরিচালিত ইরানি চলচ্চিত্র স্টারস। চলচ্চিত্রটির কাহিনীও লিখেছেন সারা নামজু। চলচ্চিত্রে কিছু রহস্যপূর্ণ ও অলৌকিক ঘটনায় মানুষের জীবন কিভাবে সহনীয় হয়ে ওঠে তা দেখানো হয়েছে। জ্লিন শহর ছাড়াও চেক রিপাবলিকের অন্য শহরগুলোতে উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। প্রতিবছর ৫০টিরও বেশি দেশ থেকে প্রায় ৩শ চলচ্চিত্র চেক রিপাবলিকের এ উৎসবে অংশ নিয়ে থাকে। ২০১০ সাল থেকে এধরনের উৎসবে ৯৫ হাজার শিশু ও প্রাপ্তবয়স্ক দর্শকদের উপস্থিতি ঘটছে। চেক চলচ্চিত্র ছাড়াও অন্য দেশে শিশু ও তরুণদের জন্যে কি ধরনের চলচ্চিত্র তৈরি হচ্ছে তার একটা জানান দেওয়াও এ উৎসবের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত উৎসব চলবে। জ্লিন ফিল্ম ফেস্টিভাল ইউরোপিয়ান চিলড্রেনস ফিল্ম অ্যাসোসিয়েশনের সদস্য। মেহর