চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে ইরানে তৈরি স্পুটনিক ভ্যাকসিন
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২১
চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে ইরানে তৈরি স্পুটনিক ভ্যাকসিন। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই খবর দিয়েছে।
ইরানের প্রতি মাসে ৯ লাখ ডোজ ‘স্পুটনিক ভি’ ও ৩৫ লাখ ডোজ ‘স্পুটনিক লাইট’ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
ইরানি পার্লামেন্টের সদস্য হোসেইন আলি শাহরিয়ারি বলেন, আজারবাইজান ও রাশিয়ায় স্পুটনিক লাইট ভ্যাকসিনের পরিচালিত ক্লিনিকার ট্রায়ালের খুবই সফল ফল পাওয়া গেছে। তিনি বলেন, টিকাটি১৮ থেকে ৫০ বছর বয়সীদের মাঝে সফলভাবে প্রয়োগ করা হয়েছে এবং ভালো ফল পাওয়া গেছে। সূত্র: তেহরান টাইমস।