চুক্তির পর সৌদি আরবে রপ্তানি শুরু করেছে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/04/4419680.jpg)
ইরানের শিল্পমন্ত্রী বলেছেন, দ্বিপাক্ষিক চুক্তির পর তেহরান ও রিয়াদের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। ইরানি মিডিয়ার সাথে কথা বলার সময় দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী রেজা ফাতেমি-আমিন বলেছেন, এই বছরের শুরুতে উভয় পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর পর ইরান ও সৌদি আরবের মধ্যে এই বাণিজ্য শুরু হয়েছে।
ইরানের মন্ত্রী আরও বলেন, চুক্তির পর ইরানের পণ্য সৌদি আরবে রপ্তানি তেহরানের এজেন্ডায় রয়েছে। শিল্প মন্ত্রণালয়ে আমাদের সহকর্মীরা পণ্য রপ্তানির প্রক্রিয়া শুরু করেছেন। সূত্র: মেহর নিউজ।