বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীন থেকে প্রথম রেল চালান ইরান হয়ে আফগানিস্তানে পৌঁছেছে

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২৫ 

news-image

আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস বলেছেন, চীন থেকে প্রথম রেল ট্রানজিট চালান ইরান হয়ে আফগানিস্তানে পৌঁছেছে।

হাকশেনাস বলেন, চালানটিতে ১ হাজার টন লোহার কয়েল রয়েছে। এটি ইরানের রেলপথ দিয়ে হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছেছে। তোলো নিউজ নেটওয়ার্ক এই খবর জানিয়েছে।

তিনি বলেন, “খাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হলে আফগানিস্তানের অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং এই অঞ্চলে বাণিজ্য ও ট্রানজিট সম্প্রসারণে একটি উপযুক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তানের ইসলামি আমিরাতের গণপূর্ত মন্ত্রণালয় আফগানিস্তানে বাণিজ্য, ট্রানজিট এবং বর্ধিত পরিবহন সম্প্রসারণে আরও সুবিধা প্রদানের জন্য রেলওয়ে অবকাঠামো নির্মাণের চেষ্টা করছে।” সূত্রঃ মেহর নিউজ