বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

চীন ও ইউরোপের সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০১৯ 

news-image

চীন ইউরোপের চারটি দেশের সঙ্গে রেল করিডোর নির্মাণের যে চুক্তি করেছে তাতে যোগ দিয়েছে ইরান। ইরানের রেল বিভাগের প্রধান নির্বাহি সাইদ রাসোউলি এতথ্য জানিয়ে বলেন, তার দেশ এধরনের প্রকল্পে অংশ নেবে। চীন থেকে ইরান হয়েই ইউরোপের তুরস্ক, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তানে এ রেলপথে যাত্রী ছাড়াও পণ্য পরিবহনে কার্গো রেল চলবে।

সাইদ রাসোউলি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়নে দেশগুলোর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এ রেলপথ নির্মাণে সরাসরি লোকবল ও প্রযুক্তি দিয়ে অংশ নেবে ইরান। এর ফলে এসব দেশের রেলপথের সক্ষমতা বাড়বে।সূত্র: মেহর নিউজ।