চীনে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন আদিনেহ
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/11/787973.jpg)
প্রখ্যাত ইরানি অভিনেত্রী গোলাব আদিনেহ সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন। দক্ষিণ চীনের গুয়াঙডঙ প্রদেশের ফোশানে অনুষ্ঠিত ২৭তম চাইনা গোলডেন রুস্টার অ্যান্ড হানড্রেড ফ্লোয়ারস ফিল্ম ফেস্টিভালে তিনি এই পুরস্কার লাভ করেন।
লাইফ এগেইন ছবিতে সেরা অভিনয়ের জন্য গোলাব আদিনেহ এই অ্যাওয়ার্ড পান। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ফাহিমি।
ফিচার ছবি লাইফ এগেইনে আসলান ও রেয়হান নামের এ বৃদ্ধ দম্পতির কাহিনী তুলে ধরা হয়েছে যারা একটি বড় বাসায় বসবাস করেন। বৃদ্ধা স্মৃতিভ্রংশে ভুগছেন আর বৃদ্ধ ভুগছেন অসুস্থতায়। তারা তাদের বাকি জীবন একটি আশ্রয় শিবিরে কাটানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু কিছু নিয়তি তাদের জীবনযাত্রা চালিয়ে যেতে বাধ্য করে।
ছবিটি আলবেনিয়ায় অনুষ্ঠিত তিরানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। চাইনা গোলডেন রুস্টার অ্যান্ড হানড্রেড ফ্লোয়ারস ফিল্ম ফেস্টিভাল চীনা চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি ঐতিহ্যগত উৎসব। চাইনা ফেডারেশন অব লিটারারি অ্যান্ড আর্ট সারকেলস ও চাইনা ফিল্ম অ্যাসোসিয়েশন এউ উৎসবের আয়োজন করে থাকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।