শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনে সম্মানসূচক অধ্যাপকের পদবি পেলেন ইরানি চলচ্চিত্রকার আবিয়ার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২১ 

news-image

চীনের শিয়ান জিয়াওটঙ বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক অধ্যাপকের পদবি পেলেন প্রখ্যাত ইরানি নারী চলচ্চিত্রকার নারগিস আবিয়ার। তিনি প্রশংসিত ইরানি ড্রামা ‘ট্রাক ১৪৩’ ও ‘হোয়েন দ্যা মুন ওয়াজ ফুল’ এর পরিচালক।

আবিয়ার বিশ্ববিদ্যালয়টির বেশ কিছু সংখ্যক থিয়েটার সদস্য ও চলচ্চিত্র শিক্ষার্থীদের বৈঠকে যোগ দিয়ে সিনেমা ও থিয়েটারের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশ্নের উত্তর দেন। মঙ্গলবার কিছু ফারসি সংবাদ পোর্টালে এই খবর প্রকাশিত হয়।

জিয়াওটঙ বিশ্ববিদ্যালয়ে তিনি চলচ্চিত্র নির্মাণে নতুন নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে একটি মাস্টার ক্লাসও নেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এর আগে জুলাইয়ের প্রথমদিকে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাঙ হুয়া সিল্ক রোডের ওপর একটি যৌথ চলচ্চিত্র প্রকল্পে সহযোগিতার জন্য আবিয়ারকে চীন ভ্রমণের আমন্ত্রণ জানান। সূত্র: তেহরান টাইমস।