শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনে ন্যানো পণ্যের প্রদর্শনীতে ইরান

পোস্ট হয়েছে: জুন ৬, ২০১৮ 

news-image

চীনে সদ্য শেষ হওয়া ন্যানো পণ্যের প্রদর্শনী ‘অ্যাকুয়াটেক চীন ২০১৮’ তে অংশ নিয়েছিল ইরানের জ্ঞানভিত্তিক তিনটি কোম্পানি। প্রদর্শনীতে ন্যানো প্রযুক্তিতে নিজেদের তৈরি সর্বশেষ পণ্য সামগ্রী নিয়ে হাজির হয় এসব কোম্পানি।

ইরানি তিন কোম্পানি ‘অ্যাকুয়াটেক চীন ২০১৮’ প্রদর্শনীতে দর্শনার্থীদের কাছে পানি প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের সর্বশেষ অর্জনাবলি ও ন্যানো পণ্য সামগ্রী উপস্থাপন করে। উচ্চ সম্ভাবনাময়ী পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ইরানি এসব কোম্পানির জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ন্যানো পণ্যের এই প্রদর্শনী ৩১ মে চীনের শাঙহাইয়ের ন্যাশনাল এক্সহিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (এনইসিসি) শুরু হয়, শেষ হয় ২ জুন।

অ্যাকুয়াটেক প্রদর্শনীতে বর্জ্য জল শোধনের সরঞ্জাম ও ঝিল্লি প্রযুক্তির মতো পানি প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্য সামগ্রী ও সেবার ওপর গুরুত্ব দেওয়া হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।