বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনে কুরআনের দেওয়াল

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০১৬ 

news-image

চীনের প্রাচীনতম মসজিদ এবং পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে চীনের ‘শি আন’ শহরের জামে মসজিদ। উক্ত মসজিদটি পৃথিবীর একমাত্র মসজিদ, যেখানে পবিত্র কুরআনের সকল আয়াত লেখা রয়েছে।

2135_765 (1)কমিউনিস্ট চিন্তাধারার পতাকাবাহী দেশ চীন এবং সেদেশের এমন অনন্য একটি মসজিদ থাকতে পারে, সে সম্পর্কে হয়ত অনেকের ধারণা নেই। ঐতিহাসিক এ মসজিদের দেওয়াল জুড়ে সম্পূর্ণ কুরআন শরীফ লেখা রয়েছে।
চীনের প্রাচীনতম মসজিদের মধ্যে ‘শি আন’ জামে মসজিদ অন্যতম। উক্ত মসজিদটি চীনের সাংহাই প্রদেশের শি আন শহরে অবস্থিত। এটাই বিশ্বের প্রথম এবং একমাত্র মসজিদ, যেখানে পবিত্র কুরআনের সকল আয়াত লেখা রয়েছে।

thm_2137_915জামে মসজিদটি ৭৬২ খ্রিস্টাব্দে ‘টংকার’ রাজবংশের রাজত্বকালে নির্মাণ করা হয়েছে এবং অতঃপর ‘মিং’ রাজবংশের রাজত্বকালে পুনর্নির্মাণ করা হয়।

মসজিদটির দেওয়াল ১২ হাজার বর্গ মিটারের, যেখানে পবিত্র কুরআনের সকল আয়াত লেখা রয়েছে।

সূত্র: ইকনা