রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনে ইরানের সাড়ে ১১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২৪ 

news-image
ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০২৩ থেকে ২০ জানুয়ারি ২০২৪) চীনে সাড়ে ১১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান এই তথ্য জানান।
মোহাম্মদ রেজভানি-ফারের মতে, উল্লিখিত দশ মাসের মধ্যে চীন ছিল ইরানি পণ্যের শীর্ষ রপ্তানি গন্তব্য।
এছাড়াও, একই সময়ে চীন ইরানে ১৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। বর্তমান বছরের প্রথম দশ মাসে চীন ছিল ইরানের আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস।
চীনের শুল্ক প্রশাসনের প্রকাশিত তথ্য মতে, ২০২৩ সালে ইরান ও চীনের মধ্যে বাণিজ্য মূল্যের দিক দিয়ে ১৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২২ সালের তুলনায় যা ৬ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে চীনে ইরানের রপ্তানি এক বছরের আগের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস