চীনে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/09/13971102000567_Test_PhotoI.jpg)
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল টিম চ্যাম্পিয়নশিপ ২০১৯ প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছে ইরান। চীনের ঝিয়াওঝু শহরে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বেলারুশ, ভারত, ইরান, কিরঘিস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও চীনের দাবারুরা এতে অংশ নেন। ইরান থেকে অংশ নেন পোউরিয়া দারিনি, পোউইয়া ইদানি ও আরিয়ান কোলামি। গত জুলাইয়ে ইরানি দাবারু আমির মাসোদ মোরাদি ইতালির বারগামো শহরে ইন্টারন্যাশনাল চেজ ওপেন ২০১৯ প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পান। ফারস