শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে শীর্ষে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৯ 

news-image

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল টিম চ্যাম্পিয়নশিপ ২০১৯ প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছে ইরান। চীনের ঝিয়াওঝু শহরে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বেলারুশভারতইরানকিরঘিস্তানপাকিস্তানরাশিয়াতাজিকিস্তানউজবেকিস্তান ও চীনের দাবারুরা এতে অংশ নেন। ইরান থেকে অংশ নেন পোউরিয়া দারিনিপোউইয়া ইদানি ও আরিয়ান কোলামি। গত জুলাইয়ে ইরানি দাবারু আমির মাসোদ মোরাদি ইতালির বারগামো শহরে ইন্টারন্যাশনাল চেজ ওপেন ২০১৯ প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পান। ফারস