শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে ৫ ইরানির অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০১৮ 

news-image

চীনে এক আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে ইরানের বেশ কয়েকজন আলোকচিত্রশিল্পী পুরস্কৃত হয়েছেন। ইরানের সোহেল জানদাজার তার ছবি‘ইনোসেন্স, এ ড্রিম’র জন্যে পুরস্কার পেয়েছেন। মনোক্রোম বিভাগে তার এ ছবিটি রৌপ্যপদক পায়। আরেক ইরানি শিল্পী ওমিদ ফারোখ তার ‘তেফকরিন’এর জন্যে ব্রোঞ্জপদক পান। ওমিদ তার আরেকটি ছবি ‘শাহী’র জন্যে গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন প্রাইজ রিবন পান। একই বিভাগে আরেক ইরানি বিজয়ী হচ্ছেন মাহবুবে কারিমি-আলবিজেহ। তার ‘মামবল’ ছবিটি পুরস্কার পায়। এছাড়া ভ্রমণ বিভাগে ইরানি শিল্পী জানদাজার ‘মর্নিং অব আশুরা’ ও আসগার বেশারাতি প্রকৃতি বিভাগে তার ছবির জন্যে পুরস্কৃত হন। জানদাবাজার তার আরো দুটি ছবি ‘ডন’ ও ‘আন্ডার ওয়াটার’এর জন্যে পুরস্কার পান। তবে রংয়ের বিভাগে ইরানের ভাহিদ বাবায়ি তার ছবি ‘হুইসপার’এর জন্যে ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকার সন্মানজনক স্বীকৃতি পেয়েছেন। – ফিনান্সিয়াল ট্রিবিউন ।