মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ইরান সফর

পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০১৬ 

news-image
চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান রোববার ইরানে তিন দিনের সফরে তেহরানে পৌঁছেছেন।  ইরানের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল হোসেইন দেহকানের আমন্ত্রণে চীনের প্রতিরক্ষামন্ত্রী এ সফর করছেন। এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি
 
সফরকালে চীনের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সঙ্গে দ্বিপাক্ষিকআঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। তিনি ইরানের রাজনীতিবিদসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। গত সেপ্টেম্বর ইরানে চীনের রাষ্ট্রদূত পাং সেন দুটি দেশের মধ্যে সামরিক প্রতিনিধি বিনিময়ের পরিকল্পনা গ্রহণ করেন। এছাড়া চীন ও ইরানের মধ্যে গভীর কূটনৈতিক সম্পর্ক ছাড়াও অর্থনীতিবাণিজ্য ও জ্বালানি সহযোগিতা দিন দিন বাড়ছে।
 
গত মে মাসে ইরানের প্রতিরক্ষামন্ত্রী চীন সফর করেন। সেসময়ে চীনের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতার বিষয়ে দুটি দেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন