শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চীনের কাছ থেকে ৬৩০টি রেল কার কিনছে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০১৮ 

news-image

চীন থেকে ইরান পাতাল রেলে ব্যবহারের জন্যে ৬৩০টি রেলকার কিনছে। চায়না রেলওয়ে রোলিং স্টক করপোরেশন চ্যাংচান রেলওয়ে কোম্পানি ও তেহরান ওয়াগন কোম্পানি দরপত্র অনুসারে এসব রেল কার যৌথভাবে নির্মাণের পর তা সরবরাহ করবে। এজন্যে খরচ হবে ৭৮২.৬৬ মিলিয়ন ইউরো যার অর্থায়ন করবে চীন। চীনের নরিনকো গ্রুপ এ অর্থায়ন করছে।

এধরনের একটি রেল কার তৈরিতে খরচ পড়বে ১.০৮ মিলিয়ন ইউরো। এর ওপর কর দিতে হবে।-ফিনান্সিয়াল ট্রিবিউন