‘চীনা সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ইরান’
পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০১৬
ইরান চীনা সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এ কথা জানিয়েছেন।
তেহরান সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়ানকুয়ানের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। তিনি বলেন, সামরিক মহড়াসহ দু’দেশের মধ্যে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতার বিস্তার ঘটাতে এবং এটি গভীর করতে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানান তিনি। এ ছাড়া, বিশ্বের বলদর্পী শক্তিগুলোর আধিপত্যবাদ এবং আগ্রাসী নীতির মোকাবেলায় চীনের ভূমিকার কথাও এ সময়ে স্মরণ করেন তিনি।
ইরান এবং চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়নে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া, তিনি বলেন, ইরান ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে দেশ দু’টির ভবিষ্যৎ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বিষয়ক পদক্ষেপ নেয়া হবে। সূত্র: পার্সটুডে