চির নিদ্রায় শায়িত হলেন বিজ্ঞানী শহীদ মোহসেন ফাখরিজাদেহ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/4bvf6d6a7dd9711rxh8_440C247.jpg)
ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে তেহরানের তাজরিশে জানাজা শেষে সোমবার দাফন সম্পন্ন করা হয়।
ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণ করেন।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদে’কে বহনকারী গাড়িতে হামলা চালায়।
এ সময় ইরানের এই পরমাণুবিজ্ঞানীর দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফাখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসকদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন।পার্সটুডে