বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মহাকবি ফেরদৌসির মাজার প্রাঙ্গনে শায়িত হলেন ইরানের কিংবদন্তি কণ্ঠশিল্পী শাজারিয়ান

পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০২০ 

news-image

চির‌নিদ্রায় শা‌য়িত হলেন ইরানের কিংবদন্তি কণ্ঠশীল্পি মোহাম্মাদ রেজা শাজারিয়ান। শনিবার  সকালে উত্তর-পূর্ব ইরানের খোরাসান রাজাভি প্রদেশের তুস নগরীতে তার দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক উপমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

শিল্পী শাজারিয়ানের ওসিয়ত অনুযায়ী বিখ্যাত ফারসি মহাকাব্য শাহনামার রচয়িতা মহাকবি ফেরদৌসীর সমাধির কাছে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার তেহরানের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে ওস্তাদ শাজারিয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে তিনি কিডনি ক্যান্সারে ভুগছিলেন।

মোহাম্মাদ রেজা শাজারিয়ান ইরানের ‘গানের রাজা’ হিসেবে পরিচিত। তাকে ‘সান অব ইরান’ তথা ইরানের পুত্র বলেও অভিহিত করা হতো।

ফারসি ট্রাডিশনাল মিউজিকের এই আইকোনকে ২০১৬ সালের মার্চে ইরানি নববর্ষ নওরুজের দিন একটি ভিডিওতে নিজের অসুস্থতার খবর দিতে দেখা যায়। এদিন তিনি ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানান। বলেন তিনি দীর্ঘস্থায়ী কিডনি ক্যান্সারে ভুগছেন।

দুবারের জার্মানি অ্যাওয়ার্ড মনোনয়ন পাওয়া ইরানি শিল্পী শাজারিয়ান তখন জানান, ১৫ বছর ধরে তিনি এই রোগে ভুগছেন এবং শিগগিরই মঞ্চে ফিরবেন।

এর অল্প সময়ের মধ্যে তিনি চিকিৎসার জন্য দেশ ছেড়ে ক্যালিফোর্নিয়া গমন করেন এবং ওই বছরের সেপ্টেম্বরে দেশে ফিরে আসেন। তখন থেকে দেশেই তার চিকিৎসা চলছিল। মেহর নিউজ, তেহরান টাইমস।