শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্রকার কিয়ারোস্তামি

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৬ 

news-image
চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামি। রোববার ইরানের রাজধানী তেহরানের হেজব সড়কের শিশু ও তরুণদের মেধা বিকাশ ইন্সটিটিউশন ভবনের সামনে তাকে সমাহিত করা হয়।ইরানের চলচ্চিত্র অঙ্গন বিশেষকরে দেশটির শিল্প ও সংস্কৃতি অঙ্গনের অসংখ্য মানুষের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানের এই চলচ্চিত্রকার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার বিকেলে প্যারিসে ইন্তেকাল করেন।শুক্রবার তার মরদেহ প্যারিস থেকে তেহরানে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
8560f17a-9fef-437b-b599-0b96d1da108c
আর্ট ফিল্মের অন্যতম দিকপাল কিয়ারোস্তামি ৪০ বছরে ৪০টিরও বেশি প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি উপহার দিয়ে গেছেন। কয়েক ডজনেরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন তিনি। তার নির্মিত ছায়াছবি টেস্ট অফ চেরি’ (চেরি ফলের স্বাদ) ১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন পাম’ পেয়েছিল। সেরা পরিচালককে দেয়া হয় এ পুরস্কার।
62ad6858-6abf-4e93-bd4c-4b3b129e1123
 
লোকার্নো চলচ্চিত্র উৎসবের ব্রোঞ্জ লিওপার্ড’ পুরস্কারও পেয়েছিলেন কিয়ারোস্তামি।
১৯৮৭ থেকে ১৯৯৪ সালে নির্মিত ভূমিকম্প ট্রিলজি’ বা কোকার ট্রিলজি এবং ১৯৯৯ সালে নির্মিত দ্য উইন্ড উইল ক্যারি আস’ (হাওয়া আমাদের নিয়ে যাবে) কিয়ারোস্তামির আরও দুটি সাড়া-জাগানো ছায়াছবি। তথ্যসূত্র: প্রেসটিভি ।
2bd39718-97f4-4a8e-967a-3ad9fe633cdf
0e3b8c73-1a51-4fd4-bfb7-755488fb01f6 (1)
96e67f00-a067-400f-9200-6560679a802b