রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্ক বাড়াতে প্রস্তুত ইরান-লেবানন

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২ 

news-image

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি এবং তেহরানে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত হাসান আব্বাস চিকিৎসা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর জন্য দুদেশের প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন। মঙ্গলবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে দুই কর্মকর্তা অ্যাকাডেমিক সহযোগিতা ছাড়াও লেবানন বা ইরানে ওষুধের বিভিন্ন ক্ষেত্রে যৌথ সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা করেন।আইনুল্লাহি বলেন, ওষুধের ক্ষেত্রে যৌথ সম্মেলনের আয়োজন দেশীয় বিজ্ঞানীদের লেবাননে তাদের সহকর্মীদের সাথে মতবিনিময় করতে সহায়তা করবে।তিনি দুই দেশের মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিনিময় জোরদার করার আশা প্রকাশ করে বলেন, বর্তমানে ইরানের প্রয়োজনীয় ওষুধের ৯৭ শতাংশ দেশীয়ভাবে উৎপাদিত হয় এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে ইরান খুব ভালো উন্নতি করেছে। লেবাননে ইরানি ওষুধের নিবন্ধন ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।