চাহারমহল-বখতিয়ারি জলাভূমিতে ৮০ প্রজাতির পাখির বসবাস
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২২
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাহারমহল-বখতিয়ারি প্রদেশের জলাভূমিতে প্রায় ৮০ প্রজাতির পরিযায়ী পাখি শীতকালে এসেছে। প্রাদেশিক পরিবেশ বিভাগের প্রধান শাহরাম আহমাদি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে চোগাখোর, গ্যান্ডোমান, সোলকান এবং আলিয়াবাদ জলাভূমিতে প্রায় ৯০ হাজার জলজ প্রজাতির পাখির বসবাস রয়েছে। আহমাদির মতে, এই বছর প্রায় ১ লাখ ৪০ হাজার পাখি চাহারমহল-বখতিয়ারি জলাভূমিতে আগমন করে এবং গ্যান্ডোমান ও চোগাখোর জলাভূমি হিমায়িত হওয়ার সাথে সাথে ৫০ হাজারের বেশি পাখি দেশের দক্ষিণাঞ্চলে এবং পারস্য উপসাগরের উপকূলে চলে গেছে। এসব প্রজাতির পাখির মধ্যে রয়েছে সারস, সাদা এবং বাদামি হেরন, হাঁস, ইউরেশিয়ান টিল, ইগ্রেটস, ফ্ল্যামিঙ্গো, গ্রেবস, কুটস, বিটারনস, নর্দার্ন ল্যাপউইং, গুল এবং টার্ন। সূত্র: তেহরান টাইমস।