চার বছরে ইরানে স্টিল উৎপাদন বেড়েছে ৯ গুন
পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০১৮
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিগত টানা কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে স্টিল রপ্তানির পরিমাণ। ২০১৩ সালের তুলনায় ২০১৭ সালে দেশটির স্টিল পণ্য সামগ্রী রপ্তানি বেড়েছে ৯ গুন।
বুধবার লন্ডনে স্টিল রপ্তানিকারক দেশগুলোর এক আন্তর্জাতিক সম্মেলনে এই তথ্য জানান ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মেহদি কারবাসিয়ান।
বিগত কয়েক বছরে স্টিল রপ্তানি বৃদ্ধির চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০১৩ সালে ইরানের স্টিল উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ২০ মিলিয়ন টন। এর মধ্য থেকে ওই বছর ১ মিলিয়ন টন রপ্তানি করা হয়। কিন্তু ২০১৭ সালে ইরানের স্টিল রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯ মিলিয়ন টনে।
ব্রিটিশ রাজধানী লন্ডনে চলমান সিআরইউ ওয়ার্ল্ড অ্যালুমিনাম কনফারেন্সে যোগ দিয়েছেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী। সম্মেলনে বক্তৃতাকলে এসব তথ্য তুলে ধরেন মেহদি কারবাসিয়ান।
সূত্র: মেহর নিউজ এজেন্সি