চার আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ‘হোয়াইট ক্ল্যাড’
পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২১

তুরস্ক, সুইডেন, ইরাক ও অস্ট্রেলিয়ায় চার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘হোয়াইট ক্ল্যাড’। রেজা ফাহিমির পরিচালনায় সিনেমাটি নির্মাণ করেছে ইরানিয়ান ইয়ুথ সিনেমা সোসাইটি।
ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘হোয়াইট ক্ল্যাড’ তুর্কি রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক অমিতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের চতুর্থ পর্ব, অস্ট্রেলিয়ায় ২৬তম ক্যানবেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, সুইডেনে ১২তম সামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ৫ম স্লেমানি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। স্বল্পদৈর্ঘ্যটিতে দেখানো হয়েছে, একজন বৃদ্ধা মহিলা দশ বছর বয়সী একটি ছেলে আহমেদের কাছে কিছু ভেড়ার পনির নিয়ে এসেছেন যাতে সে এগুলো তার বাবাকে দিতে পারে। তার বাবা একজন শিক্ষক। ওই বৃদ্ধার ছেলেকে ফাঁসি দেওয়া থেকে বাঁচাতে তার হস্তক্ষেপের জন্য পনিরগুলো দেওয়া হয়। ‘হোয়াইট ক্ল্যাড’ ৩৭তম তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (টিআইএসএফএফ) আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা বিভাগে গ্র্যান্ড পুরস্কার জিতেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।