শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চার আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ইরানি ছবি ‘বোটোক্স’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১ 

news-image

আসন্ন চার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো ইরানি ছবি ‘বোটোক্স’।  চলচ্চিত্রকার কাভেহ মাজাহেরির ছবিটি ওই চার উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে অংশগ্রহণের মনোনয়ন পেয়েছে।

আলবানিয়ার তিরানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, স্যালেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টোরিনো আন্ডারগ্রাউন্ড সিনেফেস্ট ও বুখারেস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসকে ইরানি চলচ্চিত্রটি দেখানো হবে।

‘বোটোক্স’ এ পর্যন্ত ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফার্স্ট ফিল্ম অ্যাওয়ার্ড এবং ইতালির তুরিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছে।

চলচ্চিত্রটি আকরাম ও আজার দুই বোনের গল্প নিয়ে এগিয়ে গেছে। গেল সপ্তাহে ‘বোটোক্স’ জর্ডানের আম্মান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।