চার আন্তর্জাতিক উৎসবে ইরানের ‘অ্যালফাবেট’
পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/08/2761620.jpg)
চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানের শর্ট অ্যানিমেশন ছবি ‘অ্যালফাবেট’। ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা কিয়ানুশ আবেদি।
ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, সান ফ্রানসিসকোতে অনুষ্ঠিতব্য ১১তম ইরানিয়ান ফিল্ম ফেস্টিভাল, ইরাকে অনুষ্ঠিতব্য তৃতীয় সলেমানি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নিউ ইয়র্ক সিটিতে ২০১৮ রেভলুশন মি ফেস্টিভাল এবং হাঙ্গেরির আলেক্সজান্দার ট্রনার আর্ট/ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে।
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ছবিটি এ পর্যন্ত বেশ কিছু সংখ্যক অ্যাওয়ার্ড লাভ করেছে। অ্যালফাবেট মেক্সিকোতে অনুষ্ঠিত ৫ম সায়ুলিতা ফিল্ম ফেস্টিভালে সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড, ষষ্ঠ স্পিচলেস ফিল্ম ফেস্টিভাল ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ১৫তম সাউথসাইড ফিল্ম ফেস্টিভাল ও লেবাননে অনুষ্ঠিত ৫ম ত্রিপোলি ফিল্ম ফেস্টিভালে সেরা এক্সপেরিমেন্টাল ও অ্যানিমেশন অ্যাওয়ার্ড লাভ করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি