চার আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ‘দ্যা ভিজিট’
পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২০
ইউরোপ ও পূর্ব এশিয়ায় অনুষ্ঠেয় চার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্যা ভিজিট’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা আজাদেহ মুসাভি।
স্বল্পদৈর্ঘ্যটির সংক্ষিপ্ত গল্প এগিয়ে গেছে এলাহেহ নামের এক নারীকে নিয়ে। তিনি ছয় মাস পরে অবশেষে কারাবন্দি স্বামীর সাথে সাক্ষাৎ করার অনুমতি পান। এলাহেহ ও তার ছোট্ট মেয়ে তারা এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের জন্য প্রস্তুতি নিতে মাত্র একদিন হাতে পান।
‘দ্যা ভিজিট’ হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ফ্রিস হুস বুদাপেস্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২০, জাপানে অনুষ্ঠেয় কাদোমা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০২০, ইতালিতে অনুষ্ঠেয় সেডিসিকোরতো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও দক্ষিণ কোরিয়ার সিউল ইন্টারন্যাশনাল ওমেন্স ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।