বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চাকরির বাজারে ইরানি নারীদের উপস্থিতি বেড়েছে ৪০ ভাগ

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০১৭ 

news-image

ইরানের চাকরির বাজারে বিগত তিন বছরে নারীদের উপস্থিতির সংখ্যা বেড়েছে ৪০ ভাগ। ইরান ট্যালেন্ট ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ফারসি বছরে আন্তর্জাতিক কোম্পানিগুলির বিভিন্ন শাখাতে নারী কর্মচারীদের সংখ্যা বেড়েছে ২৯ ভাগ। অন্যদিকে, বেসরকারি মালিকানাধীন কোম্পানিগুলিতে বেড়েছে ৩২ শতাংশ এবং রাষ্ট্রীয় পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে নারীর সংখ্যা বেড়েছে ২০ শতাংশ।

প্রতিবেদন মতে, ইরানে মধ্যম-সারির ব্যবস্থাপক পর্যায়ে ২৫ শতাংশ নারী কর্মরত রয়েছে এবং উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা পদে রয়েছে ১৯ শতাংশ নারী।

এছাড়া দেশটিতে প্রায় ৬০ শতাংশ নারী কার্যনির্বাহী ও প্রশাসনিক কর্মী হিসেবে সক্রিয় রয়েছে। অনুবাদ ক্ষেত্রে কর্মরত রয়েছে ৫০ শতাংশ নারী।

ইরান ট্যালেন্ট ডটকমের অপর আরেকটি প্রতিবেদনে দেখা যায়, প্রায় ৫০ শতাংশ ইরানি নারী শিল্প ক্ষেত্রে কাজ করছে।দেশজুড়ে ২৮টি ভিন্ন ভিন্ন চাকরি ক্ষেত্রের ১ লাখ কর্মচারীরা ওপর জরিপ পরিচালনা করে এই তথ্য দেওয়া হয়। সূত্র: তেহরান টাইমস।