রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চলে গেলেন ইরানের বিখ্যাত ফুটবলার মেহেরদাদ ওলাদি

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০১৬ 

news-image
ইরানের বিখ্যাত ফুটবলার মেহেরদাদ ওলাদি আর নেই। মাত্র ৩০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন ইরানের জনপ্রিয় এই ফুটবলার। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে তেহরানে মারা যান ওলাদি। হৃদরোগে আক্রান্ত হলে তাকে শোহাদা হাসপাতালে নেয়া হয়। তেহরানের উত্তারাঞ্চলের ওই হাসপাতালে মঙ্গলবার বিকেলেই না ফেরার দেশে চলে যান ওলাদি। 
২০০৩ সালে ইরানের পারসেপলিস ফুটবল ক্লাবে ওলাদি খেলতে শুরু করেন। ২০০৬ সালে দুবাই ফুটবল ক্লাব আল শাবাবে তিনি খেলেন। ২০০৯ সালে ইরানের মালাভান ক্লাবে ওলাদি যোগ দেন। হাজফি কাপে তার দল দুবার ফাইনালে ওঠে। ২০১০-১১ সালে ১৫ গোল করে ওলাদি মালাভান ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলাদাতা হন। এরপর ২০১৩ সালে এস্তেগলালে যোগ দেন। এরপর ফের মালাভানে খেলতে শুরু করেন ওলাদি।
 
ফুটবল জীবনে ওলাদি অন্তত দেড়শ ক্লাবের হয়ে ৫০টি গোল করেছেন। ইরান জাতীয় দলের হয়ে ওলাদি ১৩টি ম্যাচে অংশ নেন। 
উল্লেখ্য, গত বছর পারসেপলিস ক্লাবের ক্যাপ্টেন হাদি নওরোজিও ৩০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন