চলতি বছর ইরানে স্বাস্থ্য পর্যটনের দুই সম্মেলন
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/01/741929-1.jpg)
২০১৯ সালে স্বাস্থ্য পর্যটনের দুটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইরান। ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান মোহাম্মাদ জাহাঙ্গিরি মঙ্গলবার জানান, চলতি বছর ইরানে মুসলিম দেশগুলোর স্বাস্থ্য পর্যটনের ৫ম সম্মেলন এবং অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) স্বাস্ব্য পর্যটনের ২য় সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মুসলিম দেশগুলোর স্বাস্থ্য পর্যটনের আগেকার চারটি সম্মেলনও ইরানে অনুষ্ঠিত হয়। উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে ২০১০ থেকে ২০১৩ সাল টানা চার বছরে ওই চারটি সম্মেলনের আয়োজন করে তেহরান। এসব ইভেন্টে অংশ নেয়া অধিকাংশ প্রতিনিধি ছিলেন ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।