শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

চলতি বছর ইরানে দুগ্ধজাত পণ্য উৎপাদন ১০ মিলিয়ন টন ছাড়াবে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০১৭ 

news-image

চলতি ইরানি বছরের শেষ নাগাদ ইরানে বাৎসরিক দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিমাণ ১০ মিলিয়ন টন ছাড়াবে বলে ধারণা করছে মধ্যপ্রাচ্যের দেশটি। রোববার ইরানের উপকৃষি মন্ত্রী হাসান রোকনির উদ্বৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে ইসনা।

সংবাদ সংস্থা ইসনার নেয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ইরানি বছরে তার দেশের বাৎসরিক দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিমাণ ছিল ৯ দশমিক ৬ মিলিয়ন টন। এবার তা ১০ মিলিয়ন টন  ছাড়াবে।

রোকনি আরও জানান, গত বছরে ইউরোপের কিছু দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইরান সাড়ে আট লাখ টন দুগ্ধজাত পণ্য রপ্তানি করেছে। তিনি বলেন, রাশিয়ার মতো কিছু দেশ চলতি বছরে বড় বড় অর্ডার দেয়ায় এ বছর আমরা ভাল অবস্থান উপভোগ করছি।’

ইরানের দুগ্ধজাত পণ্যের উচ্চ গুণাগুণ ও বৈচিত্র্যতার কারণে কেবল প্রতিবেশী দেশ নয়, কিছু ইউরোপীয় দেশ এসব পণ্য ক্রয় করে থাকে বলে জানান এই কর্মকর্তা। সূত্র: তেহরান টাইমস।