মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চলতি বছর ইরানের প্রবৃদ্ধি হবে আড়াই শতাংশ: আইএমএফ

পোস্ট হয়েছে: এপ্রিল ১১, ২০২১ 

news-image
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক ‘ম্যানেজিং ডিভারজেন্ট রিকভারিস’ প্রতিবেদনে বলেছে গত বছরের তুলনায় ইরানের প্রবৃদ্ধি আরো এক শতাংশ বৃদ্ধি পাবে। গত বছর আইএমএফ’র হিসেবে ইরানের প্রবৃদ্ধি ছিল দেড় শতাংশ। ইরানের প্রবৃদ্ধি পশ্চিম ও সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। এবছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৬ এবং আগামী বছর তা ৪.৪ শতাংশ হবে বলে পূর্বাভাসে বলছে আইএমএফ। আইএমএফ আরো বলছে যেসব দেশে টিকাদান কর্মসূচি দ্রুত এগিয়ে যাচ্ছে সেসব দেশের অর্থনীতি কোভিড মহামারীতে দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে। কারণ টিকাদান কর্মসূচি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি শুরু করা সম্ভব হবে। এদিকে আইএমএফ’র প্রতিবেদনে বলা হয়েছে ইরানে মুদ্রাস্ফীতি ছিল গত বছর ১.৯শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ২০১৯ সালে সাড়ে ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন বলছে আগামী বছর মুদ্রাস্ফীতি হ্রাস পাবে সাড়ে ২৭ শতাংশ। গতবছর ইরানের এ্যাকাউন্ট ব্যালান্স প্রবৃদ্ধির মাইনাস শূন্য দশমিক ৭ শতাংশ হলেও তা এ বছর ১.২ শতাংশে উন্নীত হবে। তেহরান টাইমস